বাবুল রানা মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুর উপজেলার আদি সংগঠন মধুপুর ক্লাবের ত্রি-বার্ষিক কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪মে) সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মধুপুর ক্লাবের নিজস্ব হল রুমে চলে এ নির্বাচনের ভোট গ্রহন।
১৯৩৯ সালে প্রতিষ্ঠিত এ ক্লাবের এবারের নির্বাচনটি ছিলো সবচেয়ে বেশি উৎসব মুখর। ব্যাপক উৎসাহ উদ্দিপনা মধ্য দিয়ে ভোটারগন ভোট দিয়েছেন।
এ ক্লাবের মোট ভোটার সংখ্যা ১১৩ টি এর মধ্যে ৭টি পদে ১২জন প্রার্থী প্রতিদন্ধিতা করেছেন।
এর মধ্যে পদাধিকার বলে উপজেলা নির্বাহী অফিসার মীর্জা জুবায়ের হোসেন সভাপতি পদে নির্বাচিত হয়েছেন।
বাকি ৬টি পদে ১২জন প্রার্থীর মধ্যে সহ-সভাপতি পদে ২জন মোঃ আরফান আলী ৬৪ ভোট এবং ফজলুল হক মনি ৪২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
সাধারণ সম্পাদক পদে মোঃ রেজাউল করিম সিদ্দিক ৫৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। সহ সাধারণ সম্পাদক পদে গৌতম কুমার সিংহ ৪৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। কোষাধ্যক্ষ পদে ইকবাল হোসেন ৭০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। ক্রীড়া সম্পাদক পদে মোঃ আসাদুজ্জামান ভুলু ৫৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক পদে নির্মল দে সরকার ৬৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
উক্ত ক্লাবের নির্বাচনে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও পদাধিকার বলে নির্বাচিত অত্র ক্লাবের সভাপতি মীর্জা জুবায়ের হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া, মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমরানুল কবীর রুবেল, সমাজসেবা কর্মকর্তা মোস্তফা হোসাইন, ওসি তদন্ত রাসেল আহমেদ, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ক্লাবের সদস্য এডভোকেট মোহাম্মদ আলী, উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দিন সহ বিএনপি ও জামাত এর নেতৃবৃন্দ অত্র ক্লাবের সদস্য সাংবাদিক এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যগন উপস্থিত ছিলেন।