উল্লাপাড়ায় জামায়াত নেতা মাওঃ রফিকুল ইসলাম খানের ধান ক্ষেত পরিদর্শন।
নিজেস্ব প্রতিবেদক
উল্লাপাড়ায় বাংলাদেশ জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আলহাজ্ব মাওলানা রফিকুল ইসলাম খান ধান ক্ষেত পরিদর্শন করেছেন।
এ সময় তিনি কৃষকদের সার্বিক খোজ খবর নেন। ধান আবদে সুবিধা অসুবিধা সহ এ বছর ধানের ফলন কেমন হয়েছে সব বিষয়ে খোজ খবর নেন। তিনি কিছুক্ষণ কাচি হাতে ধানও কাটেন।
তার উপস্থিতি শুনে মাঠের মধ্য থেকে কৃষকরা ছুটে আসেন এক নজর দেখার জন্য। মুসাফাহ করেন সার্বিক খোজ খবর নেন। কৃষকদের জন্য খাবার স্যালাইন ও মিনারেল পানি বিতরণ করেন।
এ সময় অন্যন্যদের মাঝে মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর উল্লাপাড়া উপজেলা শাখার সম্মানিত আমীর ও সাবেক ভাইস চেয়ারম্যান জনাব অধ্যাপক মোঃ শাহজাহান আলী, অফিস সম্পাদক জনাব মাওঃ আব্দুল বারী, ইসলামি ছাত্র শিবিরের থানা সভাপতি জনাব গোলাম মোস্তফা সাদ, মোহনপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি জনাব হাফেজ হেলাল উদ্দিন খান,যুব বিভাগের উপজেলা সেক্রেটারী জনাব এস এম আল আমিন হোসেন। মোহনপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী জনাব ডাঃ নুরুল ইসলাম, ছত্রশিবিরের সরকারি আকবর আলী কলেজ শাখার সেক্রেটারী জনাব রিয়াদ হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।