মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি
যশোরের অভয়নগর উপজেলার ভৈরব উত্তর-পূর্ব জনপদ ইমারত শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ ওসমান গনি (৪২) তিনি দীর্ঘদিন যাবত অসুস্থ ছিলেন। দিনে দিনে শারীরিক অবস্থা অবনতি হওয়ায়, হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ৩ জানুয়ারি (শুক্রবার) তার নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার স্মরণে ৩১জানুয়ারি (শুক্রবার) বাদ জুম্মা ভৈরব উত্তর-পূর্ব জনপদ ইমারত শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে । উক্ত অনুষ্ঠানে মোঃ আখিরুল ইসলাম আজিজ এর সভাপতিত্বে ও অভয়নগর উপজেলা বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হোসাইন এর পরিচালনায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, যশোর জেলা বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সভাপতি আশুতোষ বিশ্বাস, নওয়াপাড়া পৌর ইমারত শ্রমিক ইউনিয়ন সভাপতি মোঃ মোশারফ হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ সৈয়দ আলী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাংবাদিক কামাল হোসেন, বাংলাদেশ নৌযান ফেডারেশন নারায়ণগঞ্জ শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ ফজলুল করিম, ভৈরব উত্তরপূর্ব জনপদ ইমারত শ্রমিক ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক মোঃ হায়দার আলী মোল্লা। মোঃ মাহাদী হাসান, মোঃ আবু হানিফ, মোঃ আলী হোসেন, মোঃ ইমন হাসান প্রমূখ।