স্টাফ রিপোর্টার মোঃ সাহাবুল আলম
নাটোরের সিংড়া উপজেলার ১০ নং চৌগ্রাম ইউনিয়নের বড় চৌগ্রাম এলাকায় সিংড়া আর্মি ক্যাম্প (১১ এসপি রেজিমেন্ট) হতে একটি সেনা টহল দল ঘটনাস্থলে গিয়ে ব্যাপক তল্লাশীর পর বিকাল ৪ টা ৪৫ মিনিটে ঘটনাস্থল হতে প্রায় ৪০০ মিটার দূরে একটি পরিত্যক্ত টিনের ঘর থেকে ১টি চাইনিজ পিস্তল, ১টি ম্যাগাজিন এবং ১ রাউন্ড তাজা গুলি উদ্ধার করে। সন্ত্রাসীদের ধরতে যৌথবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।
ঘটনার বিবরণে জানা যায়, আজ শনিবার ফজরের নামাজ পড়তে মসজিদের সিড়িঁতে ওঠার সময় ওসমান গনি বাবু নামে এক চাল ব্যবসায়ীকে পিছন থেকে গুলি করেছে দুর্বৃত্তরা। ভোর ৬টার দিকে উপজেলার চৌগ্রাম ইউনিয়নের চৌগ্রাম পারুহারপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। আহত ওসমান গনি বাবু একই গ্রামের মৃত আব্দুল প্রামানিকের ছেলে ও স্থানীয়ভাবে ধান-চাল ব্যবসায়ী।
জানা যায়, ফজরের নামাজ পড়ার উদ্দেশ্য ওসমান গনি বাবু তার নিজ বাড়ি থেকে বের হয়ে মসজিদের উদ্দেশ্যে বের হয়। মসজিদের সিড়িঁতে ওঠার সময় পিছন থেকে কে বা কারা গুলি করলে তার কোমরের পিছনে বাম পাশে গুলিটি লাগে। এতে সে রক্তাক্ত জখম হন। পরে অন্যান্য মুসুল্লীরা তাকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।