মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি
যশোরের অভয়নগরে নাজমুল মোল্লা(১৭) নামের ৯ম শ্রেণীর এক স্কুল ছাত্র মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছে। সোমবার (৩১ মার্চ) সকাল ১০ টার দিকে উপজেলার সিদ্দিপাশা ইউনিয়নের নাউলী গ্রামে এ দুর্ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গেছে পবিত্র ঈদুল ফিতরের নামাজ শেষে ওই যুবক বন্ধুদের নিয়ে ঘুরার জন্য মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়। পরে নাউলী গ্রামে গেলে মোড়ে পৌঁছালে অপর দিক থেকে আর একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ফলে ওই যুবকের ঘটনা স্থানেই মৃত্যু হয়। নিহত যুবক উপজেলার সিদ্দিপাশা ইউনিয়নের সোনাতলা গ্রামের নাজিম মোল্লার ছেলে। এবিষয়ে অভয়নগর থানার আমতলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই জাহিদ বলেন, আমি ছুটিতে আছি কি কারণে মারা গেছে বলতে পারবোনা আমি শুনেছি বিষয়টি খতিয়ে দেখা হবে।