মোঃ রিপন হাওলাদার
বেতাগী বরগুনা প্রতিনিধিঃ
বরগুনার বেতাগীতে বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবকদল বেতাগী উপজেলা শাখার সম্মানিত সভাপতি জনাব, রেজাউল করিম নেছার খান এর পক্ষ থেকে পবিত্র ইদুল ফিতর উপলক্ষে থেকে ঈদ পরবর্তী মোটরসাইকেল শোডাউন করা হয়। মোঃ মিন্টু হাওলাদার, নেতৃত্বে মঙ্গলবার (১ এপ্রিল) সকাল ৯ টায় বেতাগী বাসস্টান হয়ে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক ও হোসনাবাদ ইউনিয়ন হয়ে চান্দখালী বাজার হয়ে বেতাগী উপজেলার সামনে এসে সেস হয় শোডাউনের শুরুতে আগত কর্মীসমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য দেন, বেতাগী উপজেলা সেচ্ছাসেবকদলের সভাপতি জনাব রেজাউল করিম নেছার। তিনি বলেন, আজকে আমরা ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করবো। এসময় তিনি বলেন অবৈধ ফাঁসিবাদী হাসিনার জন্য আমরা দীর্ঘ ১৭ বছর কোনো নেতাকর্মীদের নিয়ে ঈদ পূর্নমিলন করতে পারি নাই, আজ দেশনায়ক জনাব তারেক রহমানের দিকনির্দেশনায় জুলাই আগস্টে আন্দোলন সংগ্রামের মধ্যে ফাঁসিবাদী হাসিনাকে অবৈধ সরকারের হাত থেকে আমরা আজ মুক্ত হয়ে, দলীয় নেতাকর্মী নিয়ে ঈদ শুভেচ্ছা বিনিময় ও একটি মোটরসাইকেল শোডাউন দিয়েছি। আরো বলেন,জুলাই-আগষ্টের আন্দোলনে জীবনের মূল্যবান সম্পদ উৎসর্গকারীর আত্মার রুহের মাগফেরাত কামনা করেন। সেই সাথে অসুস্থদের সুস্থতা চেয়ে আল্লাহর কাছে দোয়া প্রার্থনা কামনা করেন। এসময় উপস্থিত ছিলেন, মোঃ মিন্টু হাওলাদার যুগ্না আহব্বায়ক বেতাগী উপজেলা যুবদল, সজিব হাওলাদার, যুগ্না আহব্বায়ক সেচ্ছাসেবকদল বেতাগী উপজেলা শাখা মোঃ বশির উল্লাহ বশির সভাপতি সেচ্ছাসেবকদল বুরামজুদার ইউনিয়ন আরো উপস্থিত ছিলেন সিনিয়ার সাংবাদিক মোঃ হাচান (বরিশাল ক্রাইম) ও মোঃ জামাল হোসেন খান (যায়যায় বেলা), মোঃ রিপন হাওলাদার (জাতীয় দৈনিক দেশবার্তা)। এসময়, আফগানিস্থান ও ফিলিস্তিনের মা-বোন ও জনসাধারণের ওপর জুলুম ও নির্যাতনের কথা উল্লেখ করে সেখানকার ঈহুদিদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান। জনগন এখন বুঝতে শিখেছে এদেশে আর নৈরাজ্য হতে দেওয়া হবেনা। আগামী দিনে মানবিক ও কল্যাণ স্মার্ট বাংলাদেশ রাষ্ট্র গড়ায় উপহার দিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর সকল কর্মীকে সোচ্চার হয়ে কাজ করার আহবান জানান। যেহেতু ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল শ্রেণি পেশার মানুষ মানবিক গুনাবলি সম্পন্ন রাষ্ট্র চায় সেহেতু আমরা কারো উস্কানিতে পা-বাড়াবোনা। আল্লাহ ধৈর্য্যশীল মানুষকে পছন্দ করেন এবং তাঁকে সম্মানের সর্বোচ্চ শিখরে আশীন করেন। শোডাউনকালে উপজেলার চান্দখালী বাজারে সংক্ষিপ্ত পথসভা করেন।